করোনায় আক্রান্ত নাফিস ইকবাল

  • Update Time : ০৯:৩৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • / 157

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি। এরপর কোভিড-১৯ টেস্ট করলে পজিটিভ ধরা পড়ে সাবেক এই ক্রিকেটারের। আপাতত নিজের বাসাতেই আইসোলেশনে আছেন নাফিস।

আজ শনিবার করোনায় আক্রান্তের বিষয়টি জানিয়েছেন নাফিস। মুঠোফোনে সাবেক এই ওপেনার বলেন, ‘করোনা পজিটিভ হওয়ার কথা এতক্ষণে শুনেছেন হয়তো। আমার করোনা পজিটিভ এসেছে। এখন বাসাতেই আছি। এই মুহূর্তে আর কিছু বলার মানসিকতা নেই। শুধু বলব, সবাই আমার জন্য দোয়া করবেন।’

করোনাকালে সাধ্যমতো সাহায্য করে যাচ্ছেন নাফিসের ভাই তামিম ইকবাল। ভাইয়ের সঙ্গে অসহায় মানুষের পাশে ছিলেন নাফিসও। কিন্তু এবার নিজেই আক্রান্ত হলেন প্রাণঘাতী এই ভাইরাসে।

২০০৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় নাফিসের। পরের বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়। দেশের জার্সিতে ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছেন নাফিস। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ছয় হাজারেরও বেশি রান করেছেন সাবেক এই ওপেনার।

Tag :

Please Share This Post in Your Social Media

করোনায় আক্রান্ত নাফিস ইকবাল

Update Time : ০৯:৩৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি। এরপর কোভিড-১৯ টেস্ট করলে পজিটিভ ধরা পড়ে সাবেক এই ক্রিকেটারের। আপাতত নিজের বাসাতেই আইসোলেশনে আছেন নাফিস।

আজ শনিবার করোনায় আক্রান্তের বিষয়টি জানিয়েছেন নাফিস। মুঠোফোনে সাবেক এই ওপেনার বলেন, ‘করোনা পজিটিভ হওয়ার কথা এতক্ষণে শুনেছেন হয়তো। আমার করোনা পজিটিভ এসেছে। এখন বাসাতেই আছি। এই মুহূর্তে আর কিছু বলার মানসিকতা নেই। শুধু বলব, সবাই আমার জন্য দোয়া করবেন।’

করোনাকালে সাধ্যমতো সাহায্য করে যাচ্ছেন নাফিসের ভাই তামিম ইকবাল। ভাইয়ের সঙ্গে অসহায় মানুষের পাশে ছিলেন নাফিসও। কিন্তু এবার নিজেই আক্রান্ত হলেন প্রাণঘাতী এই ভাইরাসে।

২০০৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় নাফিসের। পরের বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়। দেশের জার্সিতে ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছেন নাফিস। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ছয় হাজারেরও বেশি রান করেছেন সাবেক এই ওপেনার।