করোনামুক্ত চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান

  • Update Time : ০১:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • / 235

 

চাঁদপুর প্রতিনিধি:

করোনামুক্ত হলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। রবিবার সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে সুস্থ হওয়ার ছাড়পত্র পান তিনি।
.
পুলিশ সুপারের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়। নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান লিখেছেন, কভিড-১৯ পজিটিভের জন্য আমাকে গত ৩০ জুন ২০২০ তারিখে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ ১২ জুলাই করোনা নেগেটিভ রিপোর্টের জন্য ছাত্রপত্র পেয়েছি আমি। আলহামদুলিল্লাহ।
.

এদিন বিকেলেই চাঁদপুরের কর্মস্থলে ফিরে সরকারি বাসভবনে অবস্থান নিয়েছেন। আপাতত কিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে বিশ্রামে থাকবেন তিনি। জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে।

এদিকে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান করোনা পজিটিভ থেকে পরিত্রাণ পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। একই সঙ্গে মানসম্মত সেবা নিশ্চিত হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।

প্রসংগত, দুই সপ্তাহ আগে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের করোনার  উপসর্গ দেখা দেয়। পরে ৩০ জুন তাঁর নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিনই উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ছুটে যান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

করোনামুক্ত চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান

Update Time : ০১:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০

 

চাঁদপুর প্রতিনিধি:

করোনামুক্ত হলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। রবিবার সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে সুস্থ হওয়ার ছাড়পত্র পান তিনি।
.
পুলিশ সুপারের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়। নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান লিখেছেন, কভিড-১৯ পজিটিভের জন্য আমাকে গত ৩০ জুন ২০২০ তারিখে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ ১২ জুলাই করোনা নেগেটিভ রিপোর্টের জন্য ছাত্রপত্র পেয়েছি আমি। আলহামদুলিল্লাহ।
.

এদিন বিকেলেই চাঁদপুরের কর্মস্থলে ফিরে সরকারি বাসভবনে অবস্থান নিয়েছেন। আপাতত কিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে বিশ্রামে থাকবেন তিনি। জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে।

এদিকে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান করোনা পজিটিভ থেকে পরিত্রাণ পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। একই সঙ্গে মানসম্মত সেবা নিশ্চিত হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।

প্রসংগত, দুই সপ্তাহ আগে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের করোনার  উপসর্গ দেখা দেয়। পরে ৩০ জুন তাঁর নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিনই উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ছুটে যান তিনি।