কতদিন পর তোমায় দেখলাম
- Update Time : ১২:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / 279
সাজিয়া ইসলাম দিবা
আজ কত দিন পর তোমায় দেখলাম,
তুমি কি জানো তোমাকে শুধু একবার দেখার জন্য
চাতক পাখির মত আমি চেয়ে রই
ওই ধুধু পথ পানে।
আমার সেই দৃষ্টি শক্তির জোড়ে মরুভূমিও হয়ে যেতে পারে মহাসাগর,
তোমার জন্য আমার প্রতিক্ষা রাধার বিরহকেও হার মানায়,
তুমি কি একবারও বোঝো না তোমার জন্য আমি কতটা উতলা…।
মাত্র কয়েক মিনিটের দুরুত্বকে তুমি মুহুর্তেই
শত শত মাইলের পথ বানিয়ে দেও,
অসম্ভবের বেড়ি বানিয়ে দাও
যেন এভারেস্ট পাড়ি দিয়ে আসতে হবে তোমাকে,
তুমি এলে এতো ভালো লাগে যেন ফোটে ঠোঁটে ঈদের চাঁদ,
তোমার ছোট ছোট দুষ্টুমি গুলোর জন্য
কারণে অকারণেই অামি পুলকিত হই,
আচ্ছা আমার এই মিষ্টি হাসিটার জন্যও কি
তুমি একবার আসতে পারো না???
Tag :