কক্সবাজারের জেলা-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রদের অপসারণ
- Update Time : ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / 35
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের জেলা পরিষদ চেয়ারম্যান, ৯ উপজেলা চেয়ারম্যান ও ৪ পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে।
সোমবার (১৯ আগষ্ট), এ বিষয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
কক্সবাজার জেলা পরিষদে সংশ্লিষ্ট জেলা প্রশাসক’কে (ডিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এদিকে ৯ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে দায়িত¦ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারদের (ইউএনও)।
অন্যদিকে কক্সবাজারের ৪ পৌরসভা কক্সবাজার সদর, মহেশখালী, চকরিয়া ও টেকনাফ পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে। কক্সবাজার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপপরিচালক, স্থানীয় সরকার) রুবাইয়া আফরোজ,
মহেশখালী পৌরসভার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমসানী, চকরিয়া পৌরসভার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ামিন হোসেন, টেকনাফ পৌরসভার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ।
উল্লেখ্য যে, দেশের ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান , ৪৯৩ উপজেলা চেয়ারম্যান ও ৩২৩ পৌর মেয়রকে একই সাথে অপসারণ করেন অর্ন্তবতীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগ।