সাউদাম্পটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৯৯ রানে পিছিয়ে থেকে ৩য় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।
.
দ্বিতীয় ইনিংসে ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান। জো বার্ন ১০ ও ৫ রান নিয়ে অপরাজিত আছেন ডম সিবলে।
এর আগে, প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন ক্রেইগ ব্যাথওয়েট। আর ৬১ রান আসে শেইন ডাওরিচের ব্যাট থেকে। ইংলান্ডের পক্ষে ৪টি উইকেট নেন অধিনায়ক বেন স্টোকস। এছাড়া, জিমি অ্যান্ডারসন নেন ৩ উইকেট।
তার আগে, প্রথম ইনিংসে থ্রি লায়ন্সরা তোলে ২০৪ রান। ইংলিশদের পক্ষে স্টোকসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৩ রান। উইন্ডিজের পক্ষে হোল্ডার ৬টি ও গ্যাব্রিয়েল ৪টি উইকেট শিকার করেন।