Homeবিনোদনওটিটির পর্দায় আসছে ‘জওয়ান’

ওটিটির পর্দায় আসছে ‘জওয়ান’

বিনোদন ডেস্কঃ

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। মুক্তির পর থেকে আয়ের রেকর্ডও গড়ছে ছবিটি। এর মধ্যেই বিক্রি হয়ে গেছে জওয়ানের ওটিটি স্বত্ব। শিগগিরই ওটিটিতে দেখা যাবে ছবিটি।

২৫০ কোটি রুপিতে ‘নেটফ্লিক্স’ কিনেছে জওয়ানের স্বত্ব। তবে ঠিক কবে থেকে মুঠোফোনের পর্দায় সিনেমাটি দেখা যাবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। খবর বলিউড বাবল ডটকমের।

ভারতের সাড়ে ৫ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে জওয়ান। পাশাপাশি বিশ্বের নানা দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এই চলচ্চিত্র। মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছিল ছবিটি। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে নাম লিখিয়েছে জওয়ান।

‘জওয়ান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। আরও অভিনয় করেছেন—সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রিয়ামণিকে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায়ও মুক্তি পেয়েছে জওয়ান।

RELATED ARTICLES

Most Popular