“ওআইসি নলেজ মাস্টার” কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

  • Update Time : ১২:২৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 172

নিজস্ব প্রতিবেদক:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার (৩০ জুন) বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর এর অধীনে ইয়্যুথ ডিজিটাল স্টুডিওতে আয়োজিত হয় ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০ এর অন্যতম মেগা ইভেন্ট “ওআইসি নলেজ মাস্টার” কুইজ প্রতিযোগিতার এর সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী, মোস্তাফা জব্বার।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী, এম.পি. এবং ইসলামিক কোঅপারেশন ইয়্যুথ ফোরাম (আইসিওয়াইএফ) এর প্রেসিডেন্ট, তাহা আয়হান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন।

স্বাগত বক্তব্যে প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক মো: আজহারুল ইসলাম খান।বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সি‌নিয়র সচিব, মো: আখতার হোসেন বলেন, “‘ওআইসি নলেজ মাস্টার’ শীর্ষক এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটালের অন্যতম একটি মেগা ইভেন্ট যা বিশ্বজুড়ে যুবকদের তাদের জ্ঞান দক্ষতা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে সফলভাবে আয়োজিত হয়েছে। এর অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে নতুন ধারণা ও জ্ঞান অর্জন করতে এবং অন্যান্য দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে সক্ষম হয়েছে।”

সম্মানিত অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয় এর মাননীয় উপমন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী, এম.পি. বলেন, “আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের চলমান ধারাটি ত্বরান্বিত করার জন্য, আমি মনে করি যে এই প্রতিযোগিতাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে একটি স্থিতিশীল এবং টেকসই ভবিষ্যতের গড়ার জন্য যুবসমাজকে সিদ্ধান্ত গ্রহণ, ধারণা এবং উদ্ভাবনের সাথে জড়িত করতে সহায়তা করবে।”

No description available.

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিজয়ীদের স্বাগত জানিয়ে বলেন, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা জেতার জন্য অংশগ্রহণ করে নি, বরং সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য জ্ঞান অন্বেষণে যোগদান করেছে। শেখার প্রক্রিয়া হিসেবে কুইজ প্রতিযোগিতা বেশ কার্যকরী কারণ এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবই এর বাইরের থেকে পড়া অভ্যাস গড়ে ওঠে।”

সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, “বিশ্বের প্রতিটি প্রান্তে শিক্ষা দান প্রক্রিয়ায় কুইজ প্রতিযোগিতা নিঃসন্দেহে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে শেখার জন্য সবচেয়ে কার্যকর প্রক্রিয়া। আমাদের দেশেও এটির নিয়মিত চর্চা হচ্ছে । আমরা বাংলাদেশ তথা বিশ্বের সকল তরুণদের জন্য জ্ঞান অর্জনের জন্য এমন একটি প্লাটফর্ম আয়োজন করতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ।”

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় বিশ্বের ৬ টি অন্ঞলের ৬৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে ৩ জন প্রতিযোগি চুড়ান্তভাবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

Please Share This Post in Your Social Media

“ওআইসি নলেজ মাস্টার” কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

Update Time : ১২:২৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার (৩০ জুন) বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর এর অধীনে ইয়্যুথ ডিজিটাল স্টুডিওতে আয়োজিত হয় ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০ এর অন্যতম মেগা ইভেন্ট “ওআইসি নলেজ মাস্টার” কুইজ প্রতিযোগিতার এর সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী, মোস্তাফা জব্বার।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী, এম.পি. এবং ইসলামিক কোঅপারেশন ইয়্যুথ ফোরাম (আইসিওয়াইএফ) এর প্রেসিডেন্ট, তাহা আয়হান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন।

স্বাগত বক্তব্যে প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক মো: আজহারুল ইসলাম খান।বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সি‌নিয়র সচিব, মো: আখতার হোসেন বলেন, “‘ওআইসি নলেজ মাস্টার’ শীর্ষক এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটালের অন্যতম একটি মেগা ইভেন্ট যা বিশ্বজুড়ে যুবকদের তাদের জ্ঞান দক্ষতা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে সফলভাবে আয়োজিত হয়েছে। এর অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে নতুন ধারণা ও জ্ঞান অর্জন করতে এবং অন্যান্য দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে সক্ষম হয়েছে।”

সম্মানিত অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয় এর মাননীয় উপমন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী, এম.পি. বলেন, “আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের চলমান ধারাটি ত্বরান্বিত করার জন্য, আমি মনে করি যে এই প্রতিযোগিতাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে একটি স্থিতিশীল এবং টেকসই ভবিষ্যতের গড়ার জন্য যুবসমাজকে সিদ্ধান্ত গ্রহণ, ধারণা এবং উদ্ভাবনের সাথে জড়িত করতে সহায়তা করবে।”

No description available.

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিজয়ীদের স্বাগত জানিয়ে বলেন, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা জেতার জন্য অংশগ্রহণ করে নি, বরং সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য জ্ঞান অন্বেষণে যোগদান করেছে। শেখার প্রক্রিয়া হিসেবে কুইজ প্রতিযোগিতা বেশ কার্যকরী কারণ এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবই এর বাইরের থেকে পড়া অভ্যাস গড়ে ওঠে।”

সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, “বিশ্বের প্রতিটি প্রান্তে শিক্ষা দান প্রক্রিয়ায় কুইজ প্রতিযোগিতা নিঃসন্দেহে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে শেখার জন্য সবচেয়ে কার্যকর প্রক্রিয়া। আমাদের দেশেও এটির নিয়মিত চর্চা হচ্ছে । আমরা বাংলাদেশ তথা বিশ্বের সকল তরুণদের জন্য জ্ঞান অর্জনের জন্য এমন একটি প্লাটফর্ম আয়োজন করতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ।”

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় বিশ্বের ৬ টি অন্ঞলের ৬৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে ৩ জন প্রতিযোগি চুড়ান্তভাবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।