একটা কদম ফুল এনে দিবে
- Update Time : ০৬:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / 326
সাজিয়া ইসলাম দিবা
এমনি এক বর্ষণমুখর দিনে, একটু অভিমানে,
তোমায় ভেবে যাই আমি আনমনে,
একটা কদম ফুল এনে দিবে?
খুব বেশি কিছুতো চাইনি আমি,
আমার ছোট ইচ্ছে পুরণে এতো কষ্ট পাও কেন তুমি?
দাও না গো কদম ফুল এনে,
হারিয়ে যাই ফুলের মিষ্টি সুগন্ধে,
তোমার কাছে থেকে কদম ফুল পাওয়ার অানন্দে,
হাজারটা প্রেম কাব্য লিখবো তোমায় নিয়ে,
আমার এমন অনুনয়ে পাহাড়ো টলে তুমি কেন বুঝো না,
এনে দাও না গো একটা কদম ফুল আর করোনা মানা…।
Tag :