ঈদে মানুষের আনন্দ উপভোগ করার সুযোগ নেই: মির্জা ফখরুল
- Update Time : ০৭:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
- / 25
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, এতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে মানুষের এবার ঈদের আনন্দ ঠিক সেভাবে উপভোগ করার সুযোগ থাকছে না।
সোমবার (১৭ জুন ) সকালে ঈদের নামাজ আদায়ের পর ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে নেতা–কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহায় যাঁরা পশু কোরবানি করেন, মুদ্রাস্ফীতির কারণে পশু ক্রয় করতে গিয়ে তাঁরা এবার আক্রান্ত হয়েছেন। আবার যাঁরা কোরবানি দিতে পারেন না, তাঁরা বিভিন্নভাবে গোশত সংগ্রহ করেন। কিন্তু সেটা রান্না করা তাঁদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছ। রান্নায় যেসব মসলার দরকার, সেগুলো সংগ্রহ করা তাঁদের কাছে কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, তাতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে ঈদুল আজহার আনন্দ ঠিক সেভাবে উপভোগ করার সুযোগ থাকছে না।
বিএনপির মহাসচিব বলেন, ‘ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদুল আজহা মানুষকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে। এই দিনে পশু কোরবানির মাধ্যমে আমাদের অশুভ ইন্দ্রিয়গুলো বিসর্জন দিই। দেশে দুর্নীতি একটা ব্যাধি হয়ে উঠেছে। আমরা মনে করি, ঈদুল আজহার ত্যাগের মধ্য দিয়ে আজ যাঁরা দুর্নীতিতে নিমজ্জিত আছেন, তাঁরা দুর্নীতি ত্যাগ করবেন। সেই সঙ্গে তাঁদের সব অশুভ আকাঙ্ক্ষা বিসর্জন দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য, মানুষের কল্যাণে তাঁরা কাজ করবেন।’
সেন্ট মার্টিন নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে আমার রুচিতে বাধে। যাঁরা রাজনীতি করছেন, ক্ষমতায় আছেন, তাঁরা যদি সত্যকে উপলদ্ধি না করেন; তাঁরা যদি দেশের সমস্যাগুলো বুঝতে না পারেন; তাঁরা যদি গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে তাঁরা কীভাবে শাসক হবেন?’
মির্জা ফখরুল বলেন, ‘প্রায় দেড় যুগ ধরে এই দখলদার আওয়ামী লীগ সরকার জনগণের সব আকাঙ্ক্ষাকে পদদলিত করে, তাদের অধিকার তথা ভোটের অধিকারকে পদদলিত করে জোর করে ক্ষমতা ধরে রেখেছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না এ জন্য যে জনগণ এখন আর তাদের পছন্দ করে না। তারা এতটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদের ঘৃণা করতে শুরু করেছে। তারা শুধু মিথ্যা কথা বলে, প্রতারণা করে।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সেন্ট মার্টিন বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যা–ই বলুক না কেন, এটা তো সত্য, সেন্ট মার্টিনে মিয়ানমারের ঘটনা একটা সমস্যার সৃষ্টি করেছে। সেখানে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না। এখানকার অধিবাসীরা অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করছে। কিন্তু এসব বিষয় তারা (সরকার) স্বীকার না করে ভিত্তিহীন কথা বলছে। এসব ভিত্তিহীন, বানোয়াট কথার আমরা কোনো গুরুত্ব দিই না।’
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবুনুরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।