ইসতিয়াক আহম্মদের লেখা কবিতা এলোকেশী নন্দিনী
- Update Time : ১১:২২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / 217
এলোকেশী নন্দিনী
— ইসতিয়াক আহম্মদ
কাঠফাটা রোদ্দুর মাথায় করে গিয়েছিলাম আমি জানো,
বাসভাড়ার টাকাটাও ছিলো না আমার!
গত দুদিন চারটে দানা ভালো মতো পড়েওনি
তারপর ও কি যেন টানতো আমায়!
.
ভুলে যেতাম খাইনি ভুলে যেতাম আমি কে
ভুলে যেতাম আমাদের পার্থক্য আজ বুঝি,
ভুলে যাওয়া বোধহয় উচিত হয়নি!!
.
সবটুকু বলেছিলে মাথা নিচু করে
একটিবার দেখোনি কেন আমায়?
তুমি ভাবছিলে আমি কাদছি?
ধুর বোকা!
.
তাকিয়ে দেখলে বুঝতে হাসছিলাম আমি,
বড্ড হাসছিলাম ভালো যে বেসেছিলাম প্রিয়
অনিশ্চিত জীবনে তোমায় বেধে
আমি কি পেতাম সুখ?
.
যে অনলে দহন হচ্ছিলাম আমি
সে দহন হতে নিজে জল ঢেলে
আমায় মুক্ত করে দিলে গো নন্দিনী
.
আজ আটচল্লিশ তম জন্মদিন তোমার
জানি না ব্যস্ত পৃথিবীর কোন প্রান্তে
ব্যস্ততায় মিলিয়ে গেছো তুমি
তবু আমার কাছে তুমি সেই অষ্টাদশী নন্দিনী ছিলে তুমি,
.
আজো আছো, আর থাকবেও তুমি
হয়ে আমার কাছে সেই এলোকেশী নন্দিনী!
.
লেখক : শিক্ষার্থী, ঢাকা কলেজ।
Tag :