ইলিশ মাছের দাম চাঁদপুরে কমেছে

  • Update Time : ০১:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 312

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। একইসঙ্গে কিছুটা কমেছে দামও। চাঁদপুর বড়স্টেশন পাইকারি বাজারে গত সপ্তাহের চেয়ে প্রতি মণ ইলিশের দাম আকারভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত কমেছে। তবে এসব ইলিশ দক্ষিণের সাগর ও উপকূল থেকে আসা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বড়স্টেশন মাছঘাটে প্রায় ২ হাজার মণ ইলিশ সরবরাহ হয়েছে। এর আগে প্রতিদিন ৪০০-৬০০ মণ ইলিশ সরবরাহ হতো। সেপ্টেম্বর মাসে আরও প্রচুর ইলিশ ধরা পড়তে পারে বলে জানিয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। প্রতিদিন সরবরাহ বাড়লে দাম আরও কমবে।

ইলিশ কিনতে আসা কাজী পায়েল বলেন, আমি মাঝে মধ্যে ইলিশ কিনতে মাছঘাটে আসি। নিজের জন্যও কিনি এবং বিভিন্ন স্থানেও পাঠাই। তবে কয়েক দিনের তুলনায় ইলিশের দাম কমেছে। যে পরিমাণ সরবরাহ দাম আরেকটু কমা উচিত।

ইলিশ উদ্যোক্তা নাসিম হাজী বলেন, সাগরের ইলিশ প্রচুর আসছে। এককেজি ওজনের ইলিশের দাম ১২০০-১৩০০ টাকা। যা আগে ছিল ১৪০০-১৫০০ টাকা। এছাড়া ৫০০-৬০০ গ্রামের ইলিশের এখন দাম ৮০০-৯০০ হাজার টাকা। যা গত সপ্তাহে ছিল এক হাজার থেকে ১১০০ টাকা।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী ফয়সাল ঢালী বলেন, চাঁদপুর মাছঘাটে বেশিরভাগ ইলিশ হাতিয়া ও বাশখালী এলাকার। ট্রলার ও ট্রাকে করে এসব ইলিশ ঘাটে নিয়ে আসা হয়। বর্তমানে ইলিশের মধ্যে এক কেজি ওজনের প্রতি মণ ৫৬ হাজার টাকা। যা গেল সপ্তাহে ছিল ৬০-৬৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, এছাড়া এক কেজির নিচে মাঝারি আকারের ৩৫-৩৬ হাজার টাকা মণ, যা গেল সপ্তাহে ছিল ৪০ হাজার। মঙ্গলবার ছোট আকারের ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৬ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। যা গত সপ্তাহে ছিল ২০ হাজার। মাছঘাটে আগামী অক্টোবরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগ পর্যন্ত দেশের এই বৃহৎ ইলিশের ঘাট সরগরম থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ইলিশ মাছের দাম চাঁদপুরে কমেছে

Update Time : ০১:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। একইসঙ্গে কিছুটা কমেছে দামও। চাঁদপুর বড়স্টেশন পাইকারি বাজারে গত সপ্তাহের চেয়ে প্রতি মণ ইলিশের দাম আকারভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত কমেছে। তবে এসব ইলিশ দক্ষিণের সাগর ও উপকূল থেকে আসা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বড়স্টেশন মাছঘাটে প্রায় ২ হাজার মণ ইলিশ সরবরাহ হয়েছে। এর আগে প্রতিদিন ৪০০-৬০০ মণ ইলিশ সরবরাহ হতো। সেপ্টেম্বর মাসে আরও প্রচুর ইলিশ ধরা পড়তে পারে বলে জানিয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। প্রতিদিন সরবরাহ বাড়লে দাম আরও কমবে।

ইলিশ কিনতে আসা কাজী পায়েল বলেন, আমি মাঝে মধ্যে ইলিশ কিনতে মাছঘাটে আসি। নিজের জন্যও কিনি এবং বিভিন্ন স্থানেও পাঠাই। তবে কয়েক দিনের তুলনায় ইলিশের দাম কমেছে। যে পরিমাণ সরবরাহ দাম আরেকটু কমা উচিত।

ইলিশ উদ্যোক্তা নাসিম হাজী বলেন, সাগরের ইলিশ প্রচুর আসছে। এককেজি ওজনের ইলিশের দাম ১২০০-১৩০০ টাকা। যা আগে ছিল ১৪০০-১৫০০ টাকা। এছাড়া ৫০০-৬০০ গ্রামের ইলিশের এখন দাম ৮০০-৯০০ হাজার টাকা। যা গত সপ্তাহে ছিল এক হাজার থেকে ১১০০ টাকা।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী ফয়সাল ঢালী বলেন, চাঁদপুর মাছঘাটে বেশিরভাগ ইলিশ হাতিয়া ও বাশখালী এলাকার। ট্রলার ও ট্রাকে করে এসব ইলিশ ঘাটে নিয়ে আসা হয়। বর্তমানে ইলিশের মধ্যে এক কেজি ওজনের প্রতি মণ ৫৬ হাজার টাকা। যা গেল সপ্তাহে ছিল ৬০-৬৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, এছাড়া এক কেজির নিচে মাঝারি আকারের ৩৫-৩৬ হাজার টাকা মণ, যা গেল সপ্তাহে ছিল ৪০ হাজার। মঙ্গলবার ছোট আকারের ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৬ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। যা গত সপ্তাহে ছিল ২০ হাজার। মাছঘাটে আগামী অক্টোবরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগ পর্যন্ত দেশের এই বৃহৎ ইলিশের ঘাট সরগরম থাকবে।