ইবিতে জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশনের বিদায়-বরণ অনুষ্ঠিত

  • Update Time : ১০:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 21

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে নবীনবরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় টিএসসিসির ১১৬ নং কক্ষে এ আয়োজন করা হয়। এসময় সংগঠনের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীন সদস্যদের বিদায়ী সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এসোসিয়েশনের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুসতাক আহমেদ মনোয়ার, বিশেষ অতিথি হিসেবে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন আল-আজহারী উপস্থিত ছিলেন। এসময় এসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নাসির উদ্দিন আল-আজহারী বলেন, মানুষের উচিত যেকোনো কাজ যথাযথভাবে সর্বোৎকৃষ্ট ভাবে করা। একজন স্কিলড বা যোগ্যতাসম্পন্ন মানুষ যেকোনো যায়গায় ফিট। আমাদেরকে ফিকাহশাস্ত্র, ভাষাশিক্ষা, বিজ্ঞানের জ্ঞান ও এআই-এর যথাযথ প্রয়োগ জানতে হবে।

এসময় সংগঠনের সভাপতি আল আমিন বলেন, আপনাদের সহযোগিতায় জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন আজ এখানে। সময়, শ্রম ও অর্থ দিয়ে যারা এই সংগঠনকে সহযোগিতা করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আবগের এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যান।

Tag :

Please Share This Post in Your Social Media

ইবিতে জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশনের বিদায়-বরণ অনুষ্ঠিত

Update Time : ১০:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে নবীনবরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় টিএসসিসির ১১৬ নং কক্ষে এ আয়োজন করা হয়। এসময় সংগঠনের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীন সদস্যদের বিদায়ী সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এসোসিয়েশনের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুসতাক আহমেদ মনোয়ার, বিশেষ অতিথি হিসেবে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন আল-আজহারী উপস্থিত ছিলেন। এসময় এসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নাসির উদ্দিন আল-আজহারী বলেন, মানুষের উচিত যেকোনো কাজ যথাযথভাবে সর্বোৎকৃষ্ট ভাবে করা। একজন স্কিলড বা যোগ্যতাসম্পন্ন মানুষ যেকোনো যায়গায় ফিট। আমাদেরকে ফিকাহশাস্ত্র, ভাষাশিক্ষা, বিজ্ঞানের জ্ঞান ও এআই-এর যথাযথ প্রয়োগ জানতে হবে।

এসময় সংগঠনের সভাপতি আল আমিন বলেন, আপনাদের সহযোগিতায় জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন আজ এখানে। সময়, শ্রম ও অর্থ দিয়ে যারা এই সংগঠনকে সহযোগিতা করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আবগের এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যান।