আশ্রয় কলমে

  • Update Time : ০১:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / 261
আশ্রয় কলমে
আহমেদ সুমন
.
হঠাৎ ঠুনকো আলোয় এসেছিলো ঘরে,
তবু বড় ব্যাথা কেনো ছেড়ে যেতে তারে?
জগতের জায়গা পূর্ন করে,
সবই দিয়াছি তারে ভরে রাখিনি
কিছু মোর, বাঁচিবার তরে।
.
সেই যে প্রথম দেখা,
সস্তা পাড়ের শাড়ির আঁচলে,
সমস্ত অহংকার বৃথা।
নগ্ন বেলার বিষাদ পূর্ন দিন
ছিল মুক্তা ছড়ানো হাসি,
হৃদয়ে বেজেছে বীন।
যেন এমন হাসি হাজার বছর দেখিনি।
.
সাঁঝের পরে সমস্ত আকাশে তারা খুজেছি,
সাগর পানে দাঁড়িয়ে দূরের ভেলায়,
মেঘের পাল দেখেছি।
তার চেয়ে মুগ্ধ মাধবী লতার বসন্ত বরন;
নাটোরের বনলতা সেন পড়েছি,
সেটা আরো মুগ্ধ,
তবু এমন হাসি হাজার বছর দেখিনি,
এমন ছোঁয়া হাজার বছর পাইনি,
শুধু রিক্ত মনে আশ্রয় খুজেছি।
.
ধেয়ে চলা ধরণীতে,
ছুটেছি আমি শিশির ভোরে,
সন্ধ্যা হলেও থেমেছি না’ক
অস্ত পাড়ের সূর্য্য বলে-
উজান গাঙ্গে বাইবি কতো?
যদিও দেখা নাই’বা হত,
স্তব্ধ ভেলা তীরেই যেতো,
.
চলতো সবুজ ঘাষের ডগায়,
ইচ্ছে হলেই যেতাম হেথায়,
সেই শান্তি পাড়ের পানে,
বৃথা কল্পনা মোর মনে,
তোমায় হারিয়ে ফেলার ক্ষনে।
.
আবার ঠুনকো আলোর মতো,
মেঘের মোহ আসবে শত,
সাঁজবে সবুজ রঙে যত,
তবু তোমার মত হবে না’ক।
.
মানবের হৃদয় যাহা পিছনে ভুলিয়া যায়,
তোমার বেলায় না ভুলে তাহা,
কেমন করিয়া হয়!
এইখানেই মোর হৃদয় বাধিয়া পেয়েছি আশ্রয়।
.
তাই তোমারে রেখেছি,
গহীন হৃদয়ে তলে
জীবন ভেলা না থামে যেনো,
ভাসায়ে আঁখি জলে।।
.
লেখক: শিক্ষার্থী,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,সরকারি আজিজুল হক কলেজ।

Please Share This Post in Your Social Media

আশ্রয় কলমে

Update Time : ০১:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
আশ্রয় কলমে
আহমেদ সুমন
.
হঠাৎ ঠুনকো আলোয় এসেছিলো ঘরে,
তবু বড় ব্যাথা কেনো ছেড়ে যেতে তারে?
জগতের জায়গা পূর্ন করে,
সবই দিয়াছি তারে ভরে রাখিনি
কিছু মোর, বাঁচিবার তরে।
.
সেই যে প্রথম দেখা,
সস্তা পাড়ের শাড়ির আঁচলে,
সমস্ত অহংকার বৃথা।
নগ্ন বেলার বিষাদ পূর্ন দিন
ছিল মুক্তা ছড়ানো হাসি,
হৃদয়ে বেজেছে বীন।
যেন এমন হাসি হাজার বছর দেখিনি।
.
সাঁঝের পরে সমস্ত আকাশে তারা খুজেছি,
সাগর পানে দাঁড়িয়ে দূরের ভেলায়,
মেঘের পাল দেখেছি।
তার চেয়ে মুগ্ধ মাধবী লতার বসন্ত বরন;
নাটোরের বনলতা সেন পড়েছি,
সেটা আরো মুগ্ধ,
তবু এমন হাসি হাজার বছর দেখিনি,
এমন ছোঁয়া হাজার বছর পাইনি,
শুধু রিক্ত মনে আশ্রয় খুজেছি।
.
ধেয়ে চলা ধরণীতে,
ছুটেছি আমি শিশির ভোরে,
সন্ধ্যা হলেও থেমেছি না’ক
অস্ত পাড়ের সূর্য্য বলে-
উজান গাঙ্গে বাইবি কতো?
যদিও দেখা নাই’বা হত,
স্তব্ধ ভেলা তীরেই যেতো,
.
চলতো সবুজ ঘাষের ডগায়,
ইচ্ছে হলেই যেতাম হেথায়,
সেই শান্তি পাড়ের পানে,
বৃথা কল্পনা মোর মনে,
তোমায় হারিয়ে ফেলার ক্ষনে।
.
আবার ঠুনকো আলোর মতো,
মেঘের মোহ আসবে শত,
সাঁজবে সবুজ রঙে যত,
তবু তোমার মত হবে না’ক।
.
মানবের হৃদয় যাহা পিছনে ভুলিয়া যায়,
তোমার বেলায় না ভুলে তাহা,
কেমন করিয়া হয়!
এইখানেই মোর হৃদয় বাধিয়া পেয়েছি আশ্রয়।
.
তাই তোমারে রেখেছি,
গহীন হৃদয়ে তলে
জীবন ভেলা না থামে যেনো,
ভাসায়ে আঁখি জলে।।
.
লেখক: শিক্ষার্থী,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,সরকারি আজিজুল হক কলেজ।