রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এয়ারপোর্ট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মশিউর রহমান।
এয়ারপোর্ট থানার ওসিকে কাঁটাখালি থানায় বদলি করা হয়েছে। শনিবার(১০ এপ্রিল)এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।
জানা গেছে, দীর্ঘদিন মো. মশিউর রহমান কাশিয়াডাঙ্গা থানার ওসি (তদন্ত) হিসেবে সফলতার সাথে পুলিশের সকল দায়িত্ব পালন করেছেন। সফলভাবে দায়িত্ব পালন ও ভালো কাজের জন্য সম্প্রতি তিনি পুরস্কৃত হয়েছেন। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাকে পুরস্কার প্রদান করেন।
মশিউর রহমান বলেন, পুলিশ কমিশনার যে দায়িত্ব দিয়েছেন তা যেন ভালোভাবে পালন করতে পারি। কমিশনার স্যারের দিক-নির্দেশনায় যেন সফলভাবে কাজ করতে পারি-এটাই আমার অঙ্গীকার। থানা হবে জনগণের প্রত্যাশা ও চাহিদামূলক সেবা নেয়ার অন্যতম স্থান।