আরএমপি’র অভিযানে আটক ৪১ জন ও মাদকদ্রব্য উদ্ধার

  • Update Time : ০৫:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / 146

পাপ্পু কুমার:

গত ২৪ ঘন্টায় ২১ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে।
.
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০৫ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
.
বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ পিয়ারুল মোল্লা (৩৮)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ শাহিন (৩৭)কে ৭৫ গ্রাম গাঁজা সহ আটক করে, (৩) শ্রী সন্তোষ কর্মকার (৩২)কে ৮০ গ্রাম গাঁজা সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ মেহেদী হাসান  মনা(২২)কে ২৪ গ্রাম হেরোইন সহ আটক করে।
.
মতিহার থানা পুলিশ (১) মোঃ বাদশা (৩৮)কে ১৩ গ্রাম হেরোইন ও ১১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ জুলু (৪০)কে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। পবা থানা পুলিশ (১) শ্রী কার্তিক সরদার (৩৬)কে ২২০ লিটার চোলাইমদ সহ আটক করে।
.
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ ফারুক হোসেন (৩০)কে ০৫ লিটার চোলাইমদ সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ চান্দু (৪০)কে ০৬ বোতল ফেন্সিডিল সহ আটক করে, (২) মোঃ টিপু সুলতান (২৫), (৩) মোঃ রনি (৩৮)দ্বয়কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

আরএমপি’র অভিযানে আটক ৪১ জন ও মাদকদ্রব্য উদ্ধার

Update Time : ০৫:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

পাপ্পু কুমার:

গত ২৪ ঘন্টায় ২১ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে।
.
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০৫ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
.
বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ পিয়ারুল মোল্লা (৩৮)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ শাহিন (৩৭)কে ৭৫ গ্রাম গাঁজা সহ আটক করে, (৩) শ্রী সন্তোষ কর্মকার (৩২)কে ৮০ গ্রাম গাঁজা সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ মেহেদী হাসান  মনা(২২)কে ২৪ গ্রাম হেরোইন সহ আটক করে।
.
মতিহার থানা পুলিশ (১) মোঃ বাদশা (৩৮)কে ১৩ গ্রাম হেরোইন ও ১১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ জুলু (৪০)কে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। পবা থানা পুলিশ (১) শ্রী কার্তিক সরদার (৩৬)কে ২২০ লিটার চোলাইমদ সহ আটক করে।
.
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ ফারুক হোসেন (৩০)কে ০৫ লিটার চোলাইমদ সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ চান্দু (৪০)কে ০৬ বোতল ফেন্সিডিল সহ আটক করে, (২) মোঃ টিপু সুলতান (২৫), (৩) মোঃ রনি (৩৮)দ্বয়কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।