আবার নতুন প্রস্তাব নিয়ে মেসির দুয়ারে বার্সেলোনা!

  • Update Time : ০১:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • / 189

স্পোর্টস ডেস্ক:

বার্সা কমিশনের সাবেক সদস্য জাউম লোপিসের অভিযোগ, মেসিকে দলে রাখার জন্য যা যা করা সম্ভব ছিল তার সবটা করেনি বার্সেলোনা। ক্লাবের প্রধান নির্বাহী ফেররান রিভার্টারের বিপক্ষে এই অভিযোগ এনে নিজের দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন লোপিস।

তার পদত্যাগ করার খানিক বাদেই নতুন এক মোড় নিয়েছে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার আলোচনা। রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়ে ফেলেছেন মেসি। এমনকি খুব শিগগিরই প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানোর গুঞ্জনও শোনা যাচ্ছে জোরেশোরে।

কিন্তু স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মেসির জন্য নতুন এক প্রস্তাব নাকি তৈরি করেছে বার্সেলোনা। স্প্যানিশ টিভি চ্যানেল বেতেভে, সংবাদমাধ্যম স্পোর্ত এবং মুন্ডো ডেপোর্টিভো জানাচ্ছে এ খবর। তাদের খবরে সমর্থন জানিয়ে একই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোও।

বেতেভের লা পোরতেরিয়া প্রোগ্রামে জানানো হয়েছে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাসায় ফেরার পর গভীর রাতে মেসির বাড়িতে গেছেন বার্সেলোনার প্রধান নির্বাহী ফেররান রিভার্টার। মূলত মেসিকে নতুন কোনো প্রস্তাব দিয়ে ক্লাবে থাকতে রাজি করানোর জন্যই গিয়েছেন রিভার্টার।

তবে বেতেভের খবরে সেই প্রস্তাব সম্পর্কে কিছুই জানা যায়নি। এদিকে স্পোর্তের সাংবাদিকরা জানাচ্ছেন, স্থানীয় সময় রাত ২টার সময় মেসির বাড়িতে গিয়েছেন রিভার্টার। পরদিন মেসির ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হওয়ার গুঞ্জন থাকায় রাতেই গিয়েছেন রিভার্টার- এমনটাই জানাচ্ছে তারা।

মুন্ডো ডেপোর্টিভোর খবরে বলা হয়েছে, লা পোরতেরিয়া প্রোগ্রামের সূত্র মোতাবেক ক্লাবের প্রধান নির্বাহী ফেররান রিভার্টার একটি শেষ চেষ্টা করছেন। পিএসজির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত থাকায় এটি অসম্ভবই বলা চলে। তবে শেষ একটি চেষ্টা করছে বার্সেলোনা।

সত্যিই যদি মেসির জন্য নতুন কোনো প্রস্তাব নিয়ে যায় বার্সেলোনা এবং তাতে দুই পক্ষ রাজি হয়, তবু থেকে যাবে লা লিগার নানান নিয়মের মারপ্যাঁচ। যা দূর করতে লা লিগার সিভিসি চুক্তি সাক্ষর করতে হবে বার্সেলোনাকে। আর সেটি করা মানে বার্সা ও ইউরোপিয়ান সুপার লিগের ভবিষ্যত অনিশ্চয়তায় ঠেলে দেয়া।

প্রাথমিকভাবে এই সিভিসি চুক্তিতে সাক্ষরের ঘোর বিরোধী ছিলেন রিভার্টার। এমনকি সিভিসি চুক্তিতে সাক্ষর করা হলে পদত্যাগের হুমকিও দিয়েছিলেন রিভার্টার। বেতেভে, স্পোর্তের খবর মোতাবেক সেই তিনিই এখন মেসিকে ধরে রাখতে শেষ চেষ্টা করছেন।

যদিও মেসির পিএসজিতে যাওয়ার প্রায় সবকিছুই চূড়ান্ত। তবু আশার কথা একটাই, বার্সেলোনার হাতে এখনও রয়েছে ২১ দিন সময়। আগামী ৩১ আগস্ট খেলোয়াড় সাক্ষর করাতে পারবে তারা। অন্যদিকে ফ্রান্সের লিগ ওয়ানে ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আবার নতুন প্রস্তাব নিয়ে মেসির দুয়ারে বার্সেলোনা!

Update Time : ০১:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক:

বার্সা কমিশনের সাবেক সদস্য জাউম লোপিসের অভিযোগ, মেসিকে দলে রাখার জন্য যা যা করা সম্ভব ছিল তার সবটা করেনি বার্সেলোনা। ক্লাবের প্রধান নির্বাহী ফেররান রিভার্টারের বিপক্ষে এই অভিযোগ এনে নিজের দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন লোপিস।

তার পদত্যাগ করার খানিক বাদেই নতুন এক মোড় নিয়েছে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার আলোচনা। রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়ে ফেলেছেন মেসি। এমনকি খুব শিগগিরই প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানোর গুঞ্জনও শোনা যাচ্ছে জোরেশোরে।

কিন্তু স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মেসির জন্য নতুন এক প্রস্তাব নাকি তৈরি করেছে বার্সেলোনা। স্প্যানিশ টিভি চ্যানেল বেতেভে, সংবাদমাধ্যম স্পোর্ত এবং মুন্ডো ডেপোর্টিভো জানাচ্ছে এ খবর। তাদের খবরে সমর্থন জানিয়ে একই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোও।

বেতেভের লা পোরতেরিয়া প্রোগ্রামে জানানো হয়েছে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাসায় ফেরার পর গভীর রাতে মেসির বাড়িতে গেছেন বার্সেলোনার প্রধান নির্বাহী ফেররান রিভার্টার। মূলত মেসিকে নতুন কোনো প্রস্তাব দিয়ে ক্লাবে থাকতে রাজি করানোর জন্যই গিয়েছেন রিভার্টার।

তবে বেতেভের খবরে সেই প্রস্তাব সম্পর্কে কিছুই জানা যায়নি। এদিকে স্পোর্তের সাংবাদিকরা জানাচ্ছেন, স্থানীয় সময় রাত ২টার সময় মেসির বাড়িতে গিয়েছেন রিভার্টার। পরদিন মেসির ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হওয়ার গুঞ্জন থাকায় রাতেই গিয়েছেন রিভার্টার- এমনটাই জানাচ্ছে তারা।

মুন্ডো ডেপোর্টিভোর খবরে বলা হয়েছে, লা পোরতেরিয়া প্রোগ্রামের সূত্র মোতাবেক ক্লাবের প্রধান নির্বাহী ফেররান রিভার্টার একটি শেষ চেষ্টা করছেন। পিএসজির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত থাকায় এটি অসম্ভবই বলা চলে। তবে শেষ একটি চেষ্টা করছে বার্সেলোনা।

সত্যিই যদি মেসির জন্য নতুন কোনো প্রস্তাব নিয়ে যায় বার্সেলোনা এবং তাতে দুই পক্ষ রাজি হয়, তবু থেকে যাবে লা লিগার নানান নিয়মের মারপ্যাঁচ। যা দূর করতে লা লিগার সিভিসি চুক্তি সাক্ষর করতে হবে বার্সেলোনাকে। আর সেটি করা মানে বার্সা ও ইউরোপিয়ান সুপার লিগের ভবিষ্যত অনিশ্চয়তায় ঠেলে দেয়া।

প্রাথমিকভাবে এই সিভিসি চুক্তিতে সাক্ষরের ঘোর বিরোধী ছিলেন রিভার্টার। এমনকি সিভিসি চুক্তিতে সাক্ষর করা হলে পদত্যাগের হুমকিও দিয়েছিলেন রিভার্টার। বেতেভে, স্পোর্তের খবর মোতাবেক সেই তিনিই এখন মেসিকে ধরে রাখতে শেষ চেষ্টা করছেন।

যদিও মেসির পিএসজিতে যাওয়ার প্রায় সবকিছুই চূড়ান্ত। তবু আশার কথা একটাই, বার্সেলোনার হাতে এখনও রয়েছে ২১ দিন সময়। আগামী ৩১ আগস্ট খেলোয়াড় সাক্ষর করাতে পারবে তারা। অন্যদিকে ফ্রান্সের লিগ ওয়ানে ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।