আবারও সিনেমায় ফিরছেন রাজ-পরীমণি

  • Update Time : ০৩:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 165

বিনোদন ডেস্ক

অভিনয় জগতের কাজের বাইরে দাম্পত্য কলহের কারণে বছরজুড়ে খবরের শিরোনাম হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি। দীর্ঘদিন দুজনকে শুটিং সেটে দেখা যায়নি। এবার আবারও ছন্দে ফিরছেন এ দম্পতি। তারা চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়।

রায়হান রাফির পরিচালনায় ‘মায়া’ নামের ওয়েব ফিল্ম নির্মিত হবে। এতে কাজ করবেন পরীমণি। তার সঙ্গে থাকবেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজলের মতো অভিনয় শিল্পীরা।

অপরদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে শরিফুল রাজকে। চুক্তির বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। এ সিনেমায় শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খানকেও দেখা যাবে। এতে কাজ করতে পেরে রাজও খুশি বলে জানা গেছে।

‘মায়া’ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসে। পরীমণিও হয়ে পড়বেন পুরোদমে ব্যস্ত। ইতোমধ্যে চলছে রিহার্সাল।

নির্মাতা রাফি বলেন, ‘সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন। এটা মূলত নারীপ্রধান গল্প। তাই চেয়েছিলাম শক্তিমান কোনো অভিনয়শিল্পীকে নিয়ে কাজটি করতে। গল্পটা যখন লিখছিলাম, তখনই পরীর কথা মাথায় এসেছে। একদিন পরীকে গল্পটা শোনালাম। তার খুব ভালো লাগল। এর পর থেকে গল্পের মধ্যেই থাকার চেষ্টা করছে সে।’

রাজের সিনেমার নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমি রাজ, সে-ও রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী।’

Tag :

Please Share This Post in Your Social Media

আবারও সিনেমায় ফিরছেন রাজ-পরীমণি

Update Time : ০৩:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক

অভিনয় জগতের কাজের বাইরে দাম্পত্য কলহের কারণে বছরজুড়ে খবরের শিরোনাম হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি। দীর্ঘদিন দুজনকে শুটিং সেটে দেখা যায়নি। এবার আবারও ছন্দে ফিরছেন এ দম্পতি। তারা চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়।

রায়হান রাফির পরিচালনায় ‘মায়া’ নামের ওয়েব ফিল্ম নির্মিত হবে। এতে কাজ করবেন পরীমণি। তার সঙ্গে থাকবেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজলের মতো অভিনয় শিল্পীরা।

অপরদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে শরিফুল রাজকে। চুক্তির বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। এ সিনেমায় শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খানকেও দেখা যাবে। এতে কাজ করতে পেরে রাজও খুশি বলে জানা গেছে।

‘মায়া’ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসে। পরীমণিও হয়ে পড়বেন পুরোদমে ব্যস্ত। ইতোমধ্যে চলছে রিহার্সাল।

নির্মাতা রাফি বলেন, ‘সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন। এটা মূলত নারীপ্রধান গল্প। তাই চেয়েছিলাম শক্তিমান কোনো অভিনয়শিল্পীকে নিয়ে কাজটি করতে। গল্পটা যখন লিখছিলাম, তখনই পরীর কথা মাথায় এসেছে। একদিন পরীকে গল্পটা শোনালাম। তার খুব ভালো লাগল। এর পর থেকে গল্পের মধ্যেই থাকার চেষ্টা করছে সে।’

রাজের সিনেমার নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমি রাজ, সে-ও রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী।’