আফগান বাহিনীর গোলাবর্ষণে ৬ পাকিস্তানি নিহত
- Update Time : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / 234
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, রোববার (১১ ডিসেম্বর) দেশটির সীমান্ত শহরে আফগান বাহিনীর গোলাবর্ষণে ৬ পাকিস্তানি নিহত হয়েছে। এমন এক সময় এই হামলার ঘটনা ঘটল, যখন ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের ক্রমেই অবনতি হচ্ছে।
বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চামান শহরে ওই হামলার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি ভয়াবহ হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা দেখা দেয়। দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যের জন্য এই চামান শহর ব্যবহার করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ জানিয়েছে, ওই হামলার ঘটনায় ১৭ জন আহত হয়েছে। তাদের অভিযোগ, বিনা ‘উসকানিতে এবং নির্বিচারে’ বেসামরিক নাগরিকদের ওপর এই হামলা চালিয়েছে আফগান বাহিনী।
এদিকে আফগানিস্তানে কান্দাহার গভর্নরের একজন মুখপাত্র আতাউল্লাহ জেইদ বলেছেন, আফগান সীমান্তে নতুন চেকপয়েন্ট তৈরি করা নিয়ে পাকিস্তানি ও তালেবান বাহিনীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। পাকিস্তানের পাল্টা হামলায় একজন তালেবান যোদ্ধা নিহত ও ১০ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া আরও তিন জন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলার কথা স্বীকার করলেও বিস্তারিত জানায়নি।