আপনার একটু অসচেতনতা কেড়ে নিতে পারে কারো সাজানো স্বপ্নের জীবন

  • Update Time : ০৭:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • / 191
নব দম্পতি,
ঢাকা যাচ্ছি বিশেষ একটা কাজের জন্য। রাত ১১/১১ঃ৩০ হবে ঘুম ঘুম চোখ কিন্তু জাদুর বাক্স টা ঘুমাতে দিচ্ছে না।(মোবাইল)হঠাৎ চোখ পড়ল পাশের সিটে  একটা মেয়ে একটা ছেলের কাধে মাথা রেখে ঘুমাচ্ছে আর ছেলেটা তাকে আগলে ধরে আছে। আমার আর বুঝতে দেরি হলো না যে তারা স্বামী স্ত্রী। পরক্ষণেই আমি আমার কথাটাও এমন চিন্তা করলাম কেউ একজন একদিন এমন ভাবে আমার কাধে মাথা রেখে ঘুমাবে।

এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পরলাম। রাত ২ঃ৩০ কন্টাক্টর বলে উঠলো স্যার এখানে ভালো হোটেল আছে কিছু খেলে নামতে পারেন ৩০মিনিট দেরি হবে গাডি ছাড়তে। আমি নেমে ফ্রেস হয়ে তেমন কিছু না একটা চা আর ১টা সিগারেট খেয়ে আবার বাসের ভেতরে উঠে বাসলাম। বসেই দেখি ঐ দুজন। কথা বলছে আমি ঘুমানোর ভান করে তাদের কথা শুনছিলাম।

দম্পতি!!!

ছেলেটার বুকে মাথা রেখে মেয়েটা ফিসফিস করে বলছে,, আচ্ছা তুমি এতো ভালোবাসো কেনো আমাকে

❓ আমি তো কালো, আমার পরিবারও স্বচ্ছল না। তা ছাড়া আমি লেখাপড়া জানিনা!!
ছেলেটা বলে, তোমাকে ভালোবাসি না, তোমার ভেতরে যে মন আছে তাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি!! এটা শুনেই মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে আনন্দের কান্না কাদলো!! ছেলেটা বললো আমার দেওয়া চশমাটা যত্নে রেখো  আমি যখন থাকবো না তখন এই চশমা পরলে বুজবে আমি তোমাকে দিয়ে আমার পৃথিবী দেখছি। মেয়ে টা ততক্ষণে কেঁদেই দিছে দুুুুঃখের!!
১ঘন্টা পরঃ আমি হালকা কাশি দিয়ে বুজালাম আমি ঘুম থেকে উঠে গেছি। দুজনেই চুপচাপ। আমি কৌতুহল বসত বললাম, ভাইয়া আপনার গ্রামের বাডি কোথায় আর ঢাকায়  যাচ্ছেন কেনো?বললো আমি একটা বেসরকারি অফিসে কাজ করি গ্রাম উত্তাল নগরী। তা আপনি কেনো যাচ্ছেন ঢাকা!

সত্যি বলতে চাকরির উদ্দেশ্যে পরে তার অফিসের কার্ড দিলো। তার ঠিক ৪০কি ৫০মিনিট পর একটা মালবাহী ট্রাক এমন ভাবে বাসটাকে ধাক্কা দিলো যে বাস সোজা খাধে গিয়ে পডে। ৩ঘন্টা পর আমার জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।মনেপডে তাদের কথা খোজ নিতে গিয়ে দেখি একটা মেয়ে পাথরের মূর্তির মতো বসে আছে পাশে একটা লাশ। আমার বুজতে পারলাম বিষয় টা! অজান্তে চোখ দিয়ে পানি পরতে লাগলো।

হায়রে জীবন,সামান্য ভুলের জন্য কি হতে কি হয়ে গেলো। গল্প টি যদি কোন চালক ভাই পড়ে থাকেন দয়া করে মনে রাখবেন আপনার একটু অসচেতন কেড়ে নিবে কারো সাজানো জীবন!!!

লেখক: প্রবাসি।

Tag :

Please Share This Post in Your Social Media

আপনার একটু অসচেতনতা কেড়ে নিতে পারে কারো সাজানো স্বপ্নের জীবন

Update Time : ০৭:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
নব দম্পতি,
ঢাকা যাচ্ছি বিশেষ একটা কাজের জন্য। রাত ১১/১১ঃ৩০ হবে ঘুম ঘুম চোখ কিন্তু জাদুর বাক্স টা ঘুমাতে দিচ্ছে না।(মোবাইল)হঠাৎ চোখ পড়ল পাশের সিটে  একটা মেয়ে একটা ছেলের কাধে মাথা রেখে ঘুমাচ্ছে আর ছেলেটা তাকে আগলে ধরে আছে। আমার আর বুঝতে দেরি হলো না যে তারা স্বামী স্ত্রী। পরক্ষণেই আমি আমার কথাটাও এমন চিন্তা করলাম কেউ একজন একদিন এমন ভাবে আমার কাধে মাথা রেখে ঘুমাবে।

এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পরলাম। রাত ২ঃ৩০ কন্টাক্টর বলে উঠলো স্যার এখানে ভালো হোটেল আছে কিছু খেলে নামতে পারেন ৩০মিনিট দেরি হবে গাডি ছাড়তে। আমি নেমে ফ্রেস হয়ে তেমন কিছু না একটা চা আর ১টা সিগারেট খেয়ে আবার বাসের ভেতরে উঠে বাসলাম। বসেই দেখি ঐ দুজন। কথা বলছে আমি ঘুমানোর ভান করে তাদের কথা শুনছিলাম।

দম্পতি!!!

ছেলেটার বুকে মাথা রেখে মেয়েটা ফিসফিস করে বলছে,, আচ্ছা তুমি এতো ভালোবাসো কেনো আমাকে

❓ আমি তো কালো, আমার পরিবারও স্বচ্ছল না। তা ছাড়া আমি লেখাপড়া জানিনা!!
ছেলেটা বলে, তোমাকে ভালোবাসি না, তোমার ভেতরে যে মন আছে তাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি!! এটা শুনেই মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে আনন্দের কান্না কাদলো!! ছেলেটা বললো আমার দেওয়া চশমাটা যত্নে রেখো  আমি যখন থাকবো না তখন এই চশমা পরলে বুজবে আমি তোমাকে দিয়ে আমার পৃথিবী দেখছি। মেয়ে টা ততক্ষণে কেঁদেই দিছে দুুুুঃখের!!
১ঘন্টা পরঃ আমি হালকা কাশি দিয়ে বুজালাম আমি ঘুম থেকে উঠে গেছি। দুজনেই চুপচাপ। আমি কৌতুহল বসত বললাম, ভাইয়া আপনার গ্রামের বাডি কোথায় আর ঢাকায়  যাচ্ছেন কেনো?বললো আমি একটা বেসরকারি অফিসে কাজ করি গ্রাম উত্তাল নগরী। তা আপনি কেনো যাচ্ছেন ঢাকা!

সত্যি বলতে চাকরির উদ্দেশ্যে পরে তার অফিসের কার্ড দিলো। তার ঠিক ৪০কি ৫০মিনিট পর একটা মালবাহী ট্রাক এমন ভাবে বাসটাকে ধাক্কা দিলো যে বাস সোজা খাধে গিয়ে পডে। ৩ঘন্টা পর আমার জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।মনেপডে তাদের কথা খোজ নিতে গিয়ে দেখি একটা মেয়ে পাথরের মূর্তির মতো বসে আছে পাশে একটা লাশ। আমার বুজতে পারলাম বিষয় টা! অজান্তে চোখ দিয়ে পানি পরতে লাগলো।

হায়রে জীবন,সামান্য ভুলের জন্য কি হতে কি হয়ে গেলো। গল্প টি যদি কোন চালক ভাই পড়ে থাকেন দয়া করে মনে রাখবেন আপনার একটু অসচেতন কেড়ে নিবে কারো সাজানো জীবন!!!

লেখক: প্রবাসি।