আজ দর পতনের শীর্ষে যে ১০ শেয়ার
- Update Time : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / 39
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০২ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৩৪৭টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিনের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৯.৮৫ শতাংশ।
আর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৯.৭৮ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৯.৫২ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯.৪১ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ৯.১৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.০৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ার দর ৯.০৯ শতাংশ কমেছে।