আজ করোনা পরীক্ষাই করাননি মাশরাফি

  • Update Time : ০৪:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / 159

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তোজা আজও করোনা পরীক্ষা করানানি। আগামীকাল রোববার (১২ জুলাই) তিনি এবং তার পরিবারের আক্রান্ত বাকি সদস্যরা করোনা পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগধ্যম ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন, মাশরাফী নাকি করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন। বাস্তবতা হলো মাশরাফী এখনো পুনরায় করোনা টেস্ট করাননি!

গেলো শুক্রবার মাশরাফী করোনা টেস্ট করানোর কথা থাকলেও তিনি আগামীকাল রোববার (১২ জুলাই) করাবেন বলে নিশ্চিত করেছিলেন। আজ যখন আবারও মাশরাফীর করোনার ফলাফল নিয়ে অনেকে ফেসবুকে লিখেছেন, তখন সময় সংবাদে মাশরাফী নিশ্চিত করেছেন খবরটি ভিত্তিহীন। তিনি এও জানিয়েছেন, কাল (রোববার) টেস্ট করাবেন, আর পরশু ফলাফল পাবেন বলে আশা করছেন। সেই সাথে জানান, ফলাফল পাওয়ার পরপরই সবাইকে অবগত করার জন্য তার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে সবাইকে নিশ্চিত করবেন।

গেলো ২০ জুন করোনায় পজিটিভ হবার পর মাশরাফীকে নিয়ে দুই দফা আর এবার নিয়ে তৃতীয় দফায় গুজব ছড়িয়েছে নেট দুনিয়ায়। যা নিয়ে বেশ বিরক্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক।

Tag :

Please Share This Post in Your Social Media

আজ করোনা পরীক্ষাই করাননি মাশরাফি

Update Time : ০৪:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তোজা আজও করোনা পরীক্ষা করানানি। আগামীকাল রোববার (১২ জুলাই) তিনি এবং তার পরিবারের আক্রান্ত বাকি সদস্যরা করোনা পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগধ্যম ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন, মাশরাফী নাকি করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন। বাস্তবতা হলো মাশরাফী এখনো পুনরায় করোনা টেস্ট করাননি!

গেলো শুক্রবার মাশরাফী করোনা টেস্ট করানোর কথা থাকলেও তিনি আগামীকাল রোববার (১২ জুলাই) করাবেন বলে নিশ্চিত করেছিলেন। আজ যখন আবারও মাশরাফীর করোনার ফলাফল নিয়ে অনেকে ফেসবুকে লিখেছেন, তখন সময় সংবাদে মাশরাফী নিশ্চিত করেছেন খবরটি ভিত্তিহীন। তিনি এও জানিয়েছেন, কাল (রোববার) টেস্ট করাবেন, আর পরশু ফলাফল পাবেন বলে আশা করছেন। সেই সাথে জানান, ফলাফল পাওয়ার পরপরই সবাইকে অবগত করার জন্য তার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে সবাইকে নিশ্চিত করবেন।

গেলো ২০ জুন করোনায় পজিটিভ হবার পর মাশরাফীকে নিয়ে দুই দফা আর এবার নিয়ে তৃতীয় দফায় গুজব ছড়িয়েছে নেট দুনিয়ায়। যা নিয়ে বেশ বিরক্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক।