Monday, November 29, 2021
Homeআন্তর্জাতিকআগস্টে সৌদির শিল্প উৎপাদন বৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ

আগস্টে সৌদির শিল্প উৎপাদন বৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ

আন্তর্জাতিক ডেস্কঃ

গত বছরের আগস্টের তুলনায় এ বছর সৌদি আরবের শিল্প উৎপাদন ৫ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে আগস্ট ও সেপ্টেম্বরে উৎপাদন বৃদ্ধির পরিমাণ ৯ দশমিক ৬ বিলিয়ন সৌদি রিয়াল। খবর আরব নিউজ।

দেশটির বর্তমান শিল্প উৎপাদনের অনুপাত খনিজ তেলের উৎপাদনকে ছাড়িয়ে গেছে। সৌদি আরব তাদের খনিজ তেলের উৎপাদন গত বছরের আগস্টের ৮ দশমিক ৯ থেকে এ বছরের আগস্ট পর্যন্ত ৯ দশমিক ৫ শতাংশ বাড়ায়। একই সময়ে উৎপাদন কার্যক্রমও ৫ শতাংশ বাড়ানো হয়। এ সময় দেশটির বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন কমেছে ৪ শতাংশ।

মে মাস থেকেই দেশটির শিল্প উৎপাদন সূচক বাড়ানো দেখা যায়। গত মে মাসে বাড়ে ৫ শতাংশ, জুনে ১১ দশমিক ৯, জুলাইয়ে ৫ দশমিক ৯ ও আগস্টে এসে ৫ দশমিক ৮ শতাংশ।

বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশটি করোনা মহামারীর সময় থেকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এতে বেড়েছে বেকারের সংখ্যা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular