আওয়ামী লীগকে পুনর্বাসনের বক্তব্য শহীদের রক্তের সাথে মশকরার শামিল: ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ
- Update Time : ০৫:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / 18
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, একটি কুচক্রী মহল পলাতক হাসিনাসহ খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার উদ্যোগগ্রহণের পরিবর্তে পুনঃগঠন করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা হাজারো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয় ম্লান করে দিতে চায়। স্বাধীন বাংলাদেশে যা কখনোই সম্ভব নয়। হাসিনাসহ সকল খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে হাজারো ছাত্র-জনতার লাশের ওপর দাড়িয়ে এ সরকারকে জনগণ বসিয়েছে। আজও হাসপাতালগুলোতে আহতদের করুন চিৎকার শোনা যাচ্ছে। শত শত ছাত্র-জনতা পঙ্গুত্ববরণ করেছে। অনেকেই চোখ হারিয়েছে। কেউবা হাত-পাসহ অঙ্গপ্রতঙ্গ হারিয়েছে। যাদের কারণে এ নির্মম, নিষ্ঠুর হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী কাজ হয়েছে তাদের বিচারের মুখোমুখি করার ঘোষণা না দিয়ে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের বক্তব্য শহীদের রক্তের সাথে মশকরার শামিল।
আজ মঙ্গলবার নিউমার্কেট থানা দায়িত্বশীলদের সাথে মতবিনিময়কালে মাওলানা ইমতিয়াজ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজই হলো খুনি ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় এনে দেশে একটি স্বস্তির পরিবেশ তৈরি করা। স্বস্তির পরিবেশ সৃষ্টি না হলে দেশ নতুন করে সংকটের মুখোমুখি হবে যা কারও কাম্য নয়। দেশব্যাপী লুটপাট, পাচারকারীদের অর্থ ফেরত আনা, দোষী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ জনগণের বিশ্বাস অর্জনই বর্তমান বড় চ্যালেঞ্জ।
এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ আবুল কাশেম, নাওলানা মুহাম্মদ কামাল হোসাইন, মানিক হোসেন মজুমদার, আলহাজ মুহাম্মাদ নূর হোসেন, আলহাজ মশিউর রহমান মানিক প্রমুখ।