অসহায় ছিন্নমূল মুসল্লীদের মাঝে সজল কুন্ডের সাহ্রি বিতরণ
- Update Time : ০১:০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / 79
নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসে ইফতার পার্টি না করে সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে অসহায় ছিন্নমূল মুসল্লীদের মধ্যে পহেলা রমজান থেকে প্রতিদিন রাতে রাজধানীতে সাহ্রি বিতরণ করছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু।
জানতে চাইলে মানবিক ছাত্রনেতা সজল কুন্ডু বিডি সমাচার কে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পহেলা রমজান থেকে আমি এই সাহ্রি বিতরণ শুরু করেছি। আমার এই কর্মসূচি পবিত্র রমজানের পুরো একমাস অব্যাহত থাকবে। ঘুড়ে ঘুড়ে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে সাহ্রি বিতরণ করছি।
শুক্রবার রাত ৩ টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যায় পবিত্র মাহে রমজানের চতুর্থ দিনেও অসহায় ছিন্নমূল মুসল্লীদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনপ্রিয় মানবিক ছাত্রনেতা সজল কুন্ডু সাহ্রি বিতরণ করছেন।
মোঃ সাইফুদ্দিন নামে একজন পথিক বলেন, আমাদের খাবার দেওয়ায় খুব খুশি হয়েছি।পর্যাপ্ত খাবার দিয়েছেন। না হয় আজ না খেয়ে রোজা রাখতে হতো।