অবশেষে শুরু হলো আমানত শাহ ফেরি উদ্ধার কাজ

  • Update Time : ১২:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • / 143

জেলা প্রতিনিধিঃ

অবশেষে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কাত হয়ে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারে কাজ শুরু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে জেনুইন এন্টারপ্রাইজের পাঁচটি উদ্ধারকারী যান ফেরিটি উদ্ধারে কাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুল রহমান জানান, ডুবে যাওয়া রোরো ফেরি আমানত শাহ উদ্ধারে শুরু হয়েছে। এর আগে প্রতিষ্ঠানের ডুবুরি দল ফেরির ভেতর দিয়ে তার প্রবেশ করিয়ে হুক লাগিয়ে দেন।

তিনি আরও বলেন, ফেরি উদ্ধারে জেনুইন এন্টারপ্রাইজের ছয়টি উদ্ধারকারী যান চট্টগ্রাম থেকে আসার কথা থাকলেও এখন পর্যন্ত ঘাটে পৌঁছেছে পাঁচটি। এগুলো দিয়েই উদ্ধার কাজা শুরু করা হয়েছে।

এর আগে গত (২৭ অক্টোবর) যান্ত্রিক ত্রুটি নিয়ে পাটুরিয়া ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে ১৪টি পণ্যবোঝাই যানবাহন নিয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। ডুবে যাওয়ার পরপর বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে অভিযানে নামে। উদ্ধার অভিযানের চতুর্থ দিনে জাহাজ রুস্তমও এ অভিযানে যুক্ত হয়।

তবে সব যানবাহন উদ্ধারে সক্ষম হলেও ফেরি উদ্ধারের সক্ষমতা ছিল না জাহাজ হামজা-রুস্তমের। এ কারণে ফেরি উদ্ধারের জন্য বেসরকারি একটি সংস্থার সঙ্গে চুক্তি করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

অবশেষে শুরু হলো আমানত শাহ ফেরি উদ্ধার কাজ

Update Time : ১২:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

জেলা প্রতিনিধিঃ

অবশেষে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কাত হয়ে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারে কাজ শুরু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে জেনুইন এন্টারপ্রাইজের পাঁচটি উদ্ধারকারী যান ফেরিটি উদ্ধারে কাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুল রহমান জানান, ডুবে যাওয়া রোরো ফেরি আমানত শাহ উদ্ধারে শুরু হয়েছে। এর আগে প্রতিষ্ঠানের ডুবুরি দল ফেরির ভেতর দিয়ে তার প্রবেশ করিয়ে হুক লাগিয়ে দেন।

তিনি আরও বলেন, ফেরি উদ্ধারে জেনুইন এন্টারপ্রাইজের ছয়টি উদ্ধারকারী যান চট্টগ্রাম থেকে আসার কথা থাকলেও এখন পর্যন্ত ঘাটে পৌঁছেছে পাঁচটি। এগুলো দিয়েই উদ্ধার কাজা শুরু করা হয়েছে।

এর আগে গত (২৭ অক্টোবর) যান্ত্রিক ত্রুটি নিয়ে পাটুরিয়া ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে ১৪টি পণ্যবোঝাই যানবাহন নিয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। ডুবে যাওয়ার পরপর বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে অভিযানে নামে। উদ্ধার অভিযানের চতুর্থ দিনে জাহাজ রুস্তমও এ অভিযানে যুক্ত হয়।

তবে সব যানবাহন উদ্ধারে সক্ষম হলেও ফেরি উদ্ধারের সক্ষমতা ছিল না জাহাজ হামজা-রুস্তমের। এ কারণে ফেরি উদ্ধারের জন্য বেসরকারি একটি সংস্থার সঙ্গে চুক্তি করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।