অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন চলতি মাসেই- তথ্যমন্ত্রী
- Update Time : ০৭:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / 194
বিডিসমাচার ডেস্কঃ
অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন চলতি জুলাই মাসের মধ্যেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আজ সোমবার (১৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, গত মার্চ মাসেই আমরা অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি। আশা করছি, চলতি মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন দেওয়া হবে।
এ ছাড়া কিছু নিউজপোর্টাল বাতিল করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।
Tag :